এক কোটিরও বেশি নতুন কর্মী দলে যুক্ত করার লক্ষ্যে আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত দুই মাসব্যাপী সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চালাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি।
বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন।
তিনি জানান, আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই বিএনপির সদস্য নবায়ন এবং দলের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে। সব বিভাগীয় শহরে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে।
রিজভী আরও জানান, যারা আগে আওয়ামী লীগ করতেন, তবে দলটির দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরব ছিলেন, তারাও বিএনপির সদস্য হতে পারবেন। তিনি বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী দল। যারা পরিবর্তন চান, যারা দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে, তারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন—সেটি তারা অতীতে যে দলেই থাকুন না কেন।‘
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘অনেকেই স্বৈরাচার আমলে বিএনপির সদস্য হতে চেয়েও ভয়ের কারণে পারেননি। এখন সেই ভীতিকর পরিস্থিতি আর নেই। আমরা আশা করছি, এবার অনেকে স্বতঃস্ফূর্তভাবে এই সদস্য সংগ্রহ অভিযানে সাড়া দেবেন।‘
তিনি আরও বলেন, ‘বিএনপির লক্ষ্য শুধু সদস্যসংখ্যা বাড়ানো নয়, বরং সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী ও গতিশীল করা। বর্তমান দমন–পীড়নের পরিবেশেও আমরা সাংগঠনিকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। এই সদস্যপদ অভিযান সেই লড়াইয়েরই অংশ।‘
ইএ/দীপ্ত নিউজ