একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল আবেদনের রায় ঘোষণার জন্য ২৭ মে তারিখ নির্ধারণ করেছেন দেশের সর্বোচ্চ আদালত।
বৃহস্পতিবার (৮ মে) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ দ্বিতীয় দিনের শুনানি শেষে এ রায় ঘোষণার দিন ধার্য করেন।
এর আগে মঙ্গলবার (৬ মে) মামলার আপিল শুনানির প্রথম দিন ছিল।
আদালতে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির মামলার সাক্ষ্য–প্রমাণে ‘বিভিন্ন অসঙ্গতি’ তুলে ধরেন এবং অভিযোগের যথাযথ প্রমাণ না থাকায় এটিএম আজহারুল ইসলামের খালাস দাবি করেন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক আইনের রীতিনীতি অনুসরণ না করে ন্যায়ভ্রষ্টভাবে বিচার সম্পন্ন হয়েছে।‘
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক এবং প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন গাজী এমএইচ তামিম।
প্রসঙ্গত, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। রায়ে বলা হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে পাক বাহিনীর সহযোগী হিসেবে হত্যাকাণ্ড, গণহত্যা ও অপহরণের মতো মানবতাবিরোধী অপরাধে তিনি সরাসরি জড়িত ছিলেন।
এই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালে আপিল করেন আজহার। পাঁচ বছর পর ২০১৯ সালের ২৩ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার মৃত্যুদণ্ড বহাল রাখেন। এরপর তিনি রিভিউ পিটিশন দায়ের করলে শুনানির জন্য বিষয়টি পুনরায় আপিল বিভাগে আসে।
এমএম/ইএ