বিজ্ঞাপন
বৃহস্পতিবার, মে ৮, ২০২৫
বৃহস্পতিবার, মে ৮, ২০২৫

ভারতের হামলার জবাব দিতে সেনাবাহিনীকে অনুমতি দিলো পাকিস্তান

ভারতের আগ্রাসনের জবাব দিতে সেনাবাহিনীকে অনুমতি দিয়েছে পাকিস্তান।

বুধবার (৭ মে) জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠক আহ্বান করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বৈঠকে সেনাবাহিনীকে এই অনুমতি দেয়া হয়।

জিও নিউজএ খবরে বলা হয়েছে, একই সঙ্গে ভারতের হামলার যেভাবে জবাব দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী তার প্রশংসা করা হয়।

এতে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ জম্মুকাশ্মীরে একযোগে ভারত স্থল, নৌ ও আকাশপথে হামলা চালিয়েছে। এ সময় তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দাবি করেছেন এতে পাকিস্তানে কমপক্ষে ৭০ নিহত হয়েছেন। তবে পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শরীফ আহমেদ চৌধুরী সংবাদ সম্মেলনে জানিয়েছেন এই সংখ্যা ২৬।

পাকিস্তান বলছে, ভারত ইচ্ছাকৃতভাবে মসজিদ, বাড়িঘরসহ বেসামরিক এলাকাকে টার্গেট করেছে। এতে নিহত হয়েছেন নারী, শিশুসহ বিপুল সংখ্যক মানুষ। এর মধ্য দিয়ে তারা পরিষ্কারভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

পাকিস্তান আরও বলেছে, আঞ্চলিক এই উত্তেজনার জন্য সরাসরি দায়ী ভারত। এমন অবস্থায় পাকিস্তানের এনএসসি বুধবারের বৈঠকে নিশ্চিত করে যে, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের অধীনে এই হামলার জবাব দেয়ার অধিকার তারা রাখে এবং জবাব দেয়ার জন্য সেনাবাহিনীকে অনুমোদন দেয়া হয়েছে।

ভারতকে জবাবদিহিতায় নেয়ার আহ্বান জানিয়ে এনএসসি পুনর্ব্যক্ত করেছে যে, শান্তি ও মর্যাদার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান। তাদের জনগণ অথবা ভূখণ্ডের মর্যাদা ও অখণ্ডতায় কখনো কোনো ক্ষতি হতে দেবে না।

এজে/ইএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More