দীর্ঘ চার মাস লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) দুপুরে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। দেশে ফিরে দোয়া ও সমর্থনের জন্য দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, চিকিৎসা–পরবর্তী অবস্থায় তিনি এখন অনেকটাই সুস্থ। শারীরিক দুর্বলতা থাকলেও মানসিকভাবে তিনি চাঙা রয়েছেন। দীর্ঘ জার্নির পর বিশ্রামের প্রয়োজন হলেও ম্যাডাম জনগণের উচ্ছ্বাসে অভিভূত। তিনি বারবার বলেছেন, জনগণের পাশে থাকাই তার শান্তি।
সকাল ১০টা ৪০ মিনিটে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন খালেদা জিয়া। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা। পরে সকাল ১১টা ২৫ মিনিটে বিমানবন্দর থেকে গুলশানের উদ্দেশে যাত্রা করেন তিনি।
দুপুর ১টা ২৫ মিনিটে ফিরোজায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন। এ সময় তাকে একনজর দেখতে নেতাকর্মীদের ঢল নামে।
লন্ডন থেকে যাত্রার সময় তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে পৌঁছে দেন হিথ্রো বিমানবন্দরে। ১৭ বছর ধরে যুক্তরাজ্যে অবস্থানরত তারেকের জন্য এই বিদায় ছিল আবেগঘন। উপস্থিত ছিলেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমানও।