ঈদ–উল–আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২১ মে থেকে। আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে।
সোমবার (৫ মে) রেলওয়ে পূর্বাঞ্চল থেকে এসব তথ্য পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের উপপ্রধান পরিচালন কর্মকর্তা (ডেপুটি সিওপিএস) তারেক মুহম্মদ ইমরান।
ঈদের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন (২১ মে) বিক্রি করা হবে ৩১ মে‘র টিকিট। ২২ মে বিক্রি হবে ১ জুনের টিকিট। ২৩ মে ২ জুন আর ৩ জুনের টিকিট সংগ্রহ করা যাবে ২৪ মে। এছাড়া, ২৫ মে ছাড়া হবে ৪ জুনের টিকিট এবং ২৬ মে ও ২৭ মে দেওয়া হবে যথাক্রমে ৫ ও ৬ জুনের টিকিট।
ঈদ–উল–ফিতর‘এর মত এবারও যাত্রীদের টিকিট ক্রয়প্রক্রিয়া সহজ করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত আন্তনগর ট্রেন টিকিট সকাল ৮টা এবং পূর্বাঞ্চলের ট্রেন টিকিট বেলা ২টা থেকে ইস্যু করা যাবে। একজন যাত্রী ঈদে অগ্রিম ও ফেরত যাত্রায় সর্বোচ্চ ১ বার করে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। তবে ঈদের অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ বা ৮ জুন দেশে পালিত হবে পবিত্র ঈদ–উল–আজহা।
এসএ