গান গাইতে না চাওয়ায় অভিনেতাকে পাথর ছুড়ল উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বালিয়া জেলার এক অনুষ্ঠানে। সেখানে পারফর্ম করছিলেন জনপ্রিয় ভোজপুরি অভিনেতা ও গায়ক পবন সিং।
জানা গেছে, পবন সিংকে একটি গান গাওয়ার অনুরোধ করা হয়। কিন্তু সেই গানটি গাইতে চাননি তিনি। আসলে ওই সংগীত নাকি নির্দিষ্ট এক জাতির জন্য তৈরি। সেই কারণেই নাকি পবন গাইতে নারাজ ছিলেন।
মূলত, তা নিয়েই সমস্যা শুরু হয়। উপস্থিত দর্শকদের একাংশ তাকে উদ্দেশ্য করে পাথর ছুড়তে শুরু করে। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই হস্তক্ষেপ করে পুলিশ। প্রথমে আমজনতাকে রোখার আপ্রাণ চেষ্টা করা হয়। পরে অবস্থা বেগতিক বুঝে পরে লাঠিচার্জ করে উত্তাল জনতাকে সামাল দেয় উত্তর প্রদেশ পুলিশ।
এদিকে এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, পবন সিংকে উদ্দেশ্য করে একজন পাথর ছুড়ে মারছেন। আর তা অভিনেতার ডান কানে লাগছে। ঘটনা দেখে চমকে উঠেছেন নেটিজেনরা
ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার পবন সিং। প্রায় দু’হাজার ২৮টি ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি। তার ‘হর হর গঙ্গে’ ছবিটি ভোজপুরি ছাড়াও হিন্দি, তামিল, তেলেগু এবং বাংলা ভাষাতেও মুক্তি পেতে চলেছে।
এমি/দীপ্ত