প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণরূপে নিরপেক্ষ একটি প্রতিষ্ঠান। এখনও নিরপেক্ষ আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা নিরপেক্ষ নির্বাচনের শপথ নিয়েছি।‘
সোমবার (৫ মে) সকালে ময়মনসিংহ সিটি করপোরেশন মিলনায়তনে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
সিইসি বলেন, ‘ইসি কোনো চাপ বা প্রভাবের কাছে মাথানত করবে না। কর্মকর্তারা ওয়াদা করেছেন, তারা কারও দ্বারা প্রভাবিত হবেন না। আইন অনুযায়ী তারা নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবেন।‘
কমিশন যেকোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত জানিয়ে নাসির উদ্দিন বলেন, ‘আমরা চাই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হোক, যেন এটি ঈদের মতো আনন্দঘন দিন হয়ে ওঠে। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই।‘
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে সিইসি বলেন, ‘তারা জাতির কাছে নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার করেছে। আমরাও সেই লক্ষ্যে কাজ করছি। নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না। আমাদের সব সিদ্ধান্ত কমিশনের সদস্যদের সম্মিলিত মতামতের ভিত্তিতে নেয়া হয়, এককভাবে নয়।‘
ঢাকা দক্ষিণ সিটির নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেনের শপথ বিষয়ে তিনি বলেন, ‘এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব। এতে ইসির কোনো ভূমিকা নেই।‘
সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক। এতে ময়মনসিংহ অঞ্চলের সব অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা অংশ নেন।