দেশের ইতিহাসে প্রথমবারের মতো দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের নিয়ে আয়োজিত পবিত্র কুরআনের হিফজ প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো ‘আলোকিত মানুষ’–এর ঢাকা জোনের অডিশন পর্ব সম্পন্ন হয়েছে।
রবিবার (৪ মে) রাজধানীর দুইটি ভিন্ন ভিন্ন দৃষ্টি প্রতিবন্ধী মাদরাসায় অনুষ্ঠিত এই অডিশনে অংশগ্রহণ করেন শতাধিক প্রতিযোগী। এর মধ্যে ডেমরার মদীনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী মাদরাসা থেকে ৮ জন ও মাতুয়াইল উত্তর রায়েরবাগের জামিয়াতুস সুফফাহ মাদরাসা থেকে ১০ জন প্রতিযোগীকে ইয়েস কার্ড দেয়া হয়।
অডিশনে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্বজয়ী কারী মোহাম্মদ আবদুল্লাহ, হাফেজ নাজমুস সাকিব এবং ইসলামী গণমাধ্যম ব্যক্তিত্ব হাফেজ আল–আমিন খান।
অডিশন পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আলোকিত মানুষ’ ও নূরুন আলা নূর ইসলামিক সেন্টারের চেয়ারম্যান এবং বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব শায়খ মাসুম বিল্লাহ বিন রেজা।
পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগীয় শহরেও অডিশন অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন। এই ব্যতিক্রমধর্মী রিয়েলিটি শো–তে যেকোনো বয়সের দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ অংশগ্রহণ করতে পারবেন।
আগ্রহী প্রতিযোগীরা অংশগ্রহণের জন্য এসএমএস করতে পারবেন ০১৭২০–২১৪৯৬১ নম্বরে অথবা ইমেইল করতে পারবেন masumbillahraj84@gmail.com ঠিকানায়।
প্রতিযোগিতার বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার:
১ম পুরস্কার: ২ লাখ টাকা।
২য় পুরস্কার: ১ লাখ টাকা।
৩য় পুরস্কার: ৫০ হাজার টাকা।
৪র্থ পুরস্কার: ৩০ হাজার টাকা।
৫ম পুরস্কার: ২০ হাজার টাকা।
মিডিয়া পার্টনার হিসেবে সম্পূর্ণ অনুষ্ঠানটি সম্প্রচার করবে দীপ্ত টিভি এবং দীপ্ত প্লে।