শুক্রবার (১০ মার্চ) এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে কমলাপুর স্টেডিয়ামে তুর্কমেনিস্তানকে ৪-০ গোলে বিধ্বস্ত করে আসরে শুভ সূচনা করেছে বাংলাদেশ। দলের হয়ে জোড়া গোল করেন আকলিমা খাতুন ও স্বপ্না রানি।
একের পর এক আক্রমণে সফরকারী দলকে পর্যদুস্ত করে ফেলে শামসুন্নাহাররা। শুরু থেকেই তুর্কমেনিস্তানকে চেপে ধেরে বাংলাদেশ। ৩০ মিনিটে একটুর জন্য গোলবঞ্চিত হয় বাংলাদেশ। তরুণীদের নেয়া শট চলে যায় পোস্টের একটু বাইরে দিয়ে। পর মুহূর্তে কর্নার পায় স্বাগতিক দল। কিন্তু বলকে মাঠের বাইরে পাঠিয়ে তুর্কমেনিস্তান বিপদমুক্ত হয়। কিছুক্ষণ পর আবার দুটো সুযোগ হারায় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোলের দেখা পায় বাংলাদেশ। কর্নার থেকে স্বপ্না রাণীর ক্রস সরাসরি তুর্কমেনিস্তানের গোলরক্ষক আমানবেরদিয়েভা আয়শা পাঞ্চ করলেও পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হন। জটলা থেকে আকলিমা খাতুন বল জালে পাঠালে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলার মেয়েরা।
দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে বাংলাদেশ। ম্যাচের ৭১ মিনিটে নিজেদের দ্বিতীয় গোল পায় লাল সবুজের প্রতিনিধিরা। আকলিমা খাতুনের দুর্দান্ত গোলে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দুই মিনিটের ব্যবধানে আরও দুইবার প্রতিপক্ষের জালে বল পাঠান স্বপ্না রাণী।
ম্যাচের ৮০ মিনিটে ইতি খাতুনের ক্রস থেকে হেডে গোল করে দলকে তৃতীয়বারের মত এগিয়ে দেন স্বপ্না। দুই মিনিট পর শাহেদা আক্তার রিপার কাটব্যাক থেকে কোনাকুনি শট নেন স্বপ্না। বল তুর্কিমেনিস্তান মিডফিল্ডার মামেদোভা মালিকার পায়ে লেগে জড়ায় জালে।
ম্যাচের বাকি সময় আরও সুযোগ পেলেও গোল আদায় করতে ব্যর্থ হয় বাংলাদেশ। ফলে, ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় শামসুন্নাহারদের।
আল/দীপ্ত