হ্যাকড হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ও ভেরিফায়েড ফেসবুক পেজ।
শনিবার (৩ মে) সন্ধ্যার পর পেজটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায় এবং সেখানে ইন্দোনেশিয়া ভাষা ‘বাহাসা’য় জুয়াভিত্তিক বিভিন্ন ভিডিও স্ট্রিমিং করা হতে থাকে।
রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু অনুপযুক্ত বিষয়বস্তু কিছু সময়ের জন্য যথাযথ অনুমোদন ছাড়াই এই পেজে শেয়ার করা হয়েছিল। গুরুত্বের সঙ্গে বিষয়টিতে নজর দেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত প্রচারের জন্য এই পেজটি সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
এতে আরও বলা হয়, পেজটি বর্তমানে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। ভবিষ্যতে এই ধরনের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি রোধ করার জন্য বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “মন্ত্রণালয়ের অফিসিয়াল তথ্য অন্যান্য ভেরিফায়েড প্ল্যাটফর্ম যেমন অফিসিয়াল ওয়েবসাইট ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।”
জনকূটনীতি অনু বিভাগের পরিচালক এ এইচ এম মাসুম বিল্লাহ বলেন, ‘আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছি। ফেসবুক কর্র্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পেজটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।’
এসএ