কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে সোমবার (৫ মে) দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার (৩ মে) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া’র আগমনে সড়কে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না ঘটে এই বিষয়ে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
মির্জা ফখরুল বলেন, বিমান বন্দর থেকে গাড়িতে করে ৮ নম্বর গেট দিয়ে খালেদা জিয়া গুলশানে বাসার উদ্দেশ্যে রওনা হবে। এ সময় বিমান বন্দর মোড় থেকে গুলশান বাসা (ফিরোজা) পর্যন্ত সড়কের দুইপাশে নেতাকর্মীরা দাঁড়িয়ে নেত্রীকে শুভেচ্ছা জানাবেন।তবে সাধারণের চলাচলের জন্য ওইদিন বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত মূল সড়ক এড়িয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারেরও অনুরোধ জানান।
তিনি আরও বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে করে সোমবার (৫ মে) দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে তার যাত্রার সময় এখন নিশ্চিত হওয়া যায়নি।
ইএ/এসএ