বুধবার, অক্টোবর ৮, ২০২৫
বুধবার, অক্টোবর ৮, ২০২৫

দ. আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দল ঘোষণা

চলতি মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ওয়ানডে ও চারদিনের ম্যাচ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ইমার্জিং দলকে নেতৃত্ব দেবেন ২০২০ যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলি।

১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেনসদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ভাল পারফরমেন্স করা বেশ কয়েকজন ক্রিকেটার। পাশাপাশি সুযোগ হয়েছে অনূর্ধ্ব১৯ দলের বেশ কয়েকজন ক্রিকেটারেরও।

ডিপিএলে দারুণ পারফরমেন্সের সুবাদে ইমার্জিং দলে সুযোগ হয়েছে রাকিবুল হাসান, মাহফিজুল ইসলাম, রায়ান রাফসান, শেখ পারভেজ জীবন, জিসান আলম, ওয়াসি সিদ্দিক, আসাদুজ্জামানের মত খেলোয়াড়দের।

ডিপিএলে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি আকবর। লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ১২ ম্যাচের ৭ ইনিংসে ১৩৬ রান করেন তিনি।

ডিপিএলে যৌথভাবে সর্বোচ্চ ৩০ উইকেট শিকারি আবাহনী লিমিটেডের হয়ে খেলা রাকিবুল। ব্রাদার্স ইউনিয়নের হয়ে ১১ ম্যাচের ১১ ইনিংসে ৫১২ রান করেছেন মাহফিজুল। ১৩ ম্যাচের ১৩ ইনিংসে ৪৮৩ রান করে ইমার্জিং দলে সুযোগ পেয়েছেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে খেলা রাফসান।

বল হাতে দারুণ ছন্দে ছিলেন দুই স্পিনা জীবন ও ওয়াসি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের জার্সি গায়ে ১৬ ম্যাচে ২১ উইকেট নেন জীবন। একই দলের হয়ে ১২ ম্যাচে ১৯ উইকেট শিকার করেন ওয়াসি।

ইএ/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More