শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫
শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫

আজ মান্না দের ১০৬তম জন্মদিন

আজ ১ মে কিংবদন্তি গায়ক মান্না দে ১০৬ তম জন্মদিন। তার মৃত্যুর পর পর কেটে গিয়েছে এক দশকের ও বেশি সময়। কিন্তু ব্যক্তির প্রয়াণ হলেও শিল্পীর মৃত্যু নেই। আর তার মতো শিল্পীর তো অমরত্বই একমাত্র ‘ডেস্টিনেশন’।

ভারতীয় সঙ্গীত জগতের উজ্জ্বলতম ব্যক্তিত্ব মান্না দে ১৯১৯ সালের ১ লা মে জন্মগ্রহণ করেন। প্রতিভাসম্পন্ন এই শিল্পীর নাম বাবামা রেখেছিলেন প্রবোধ চন্দ্র দে। কিন্তু এই নামে হয়ত অনেক ভক্ত অনুরাগীরা চিনবে না। মান্না দে বলেই জগৎজোড়া খ্যাতি তার।

দীর্ঘ সঙ্গীত জীবনে সাড়ে ৩ হাজারেরও বেশি গান রয়েছে তার ঝুলিতে। পঞ্চাশ থেকে সত্তরের দশকে রফি ও কিশোর কুমারের মতো তিনিও ভারতীয় চলচ্চিত্র জগতে সমান জনপ্রিয়তা অর্জন করেছেন। কিংবদন্তি এই শিল্পী ৬০ বছরেরও বেশি সময় ধরে বাংলা, হিন্দি ছাড়াও মারাঠি, গুজরাটি, মৈথিলী, মালায়ালমসহ আরও অনেক ভাষায় গান গেয়েছেন। সর্বকালের সেরা গায়ক হিসেবেই সবার মনে নিজের জায়গা করে নিয়েছেন মান্না দে।

কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই‘-মান্না দের গাওয়া কালজয়ী গানগুলোর মধ্যে এটি একটি। যেটা প্রজন্মের পর প্রজন্ম সবার হৃদয়ে জায়গা দখল করে নিয়েছে। এছাড়াও মান্না দে’র উল্লেখযোগ্য গান গুলো হলো, ‘এই কূলে আমি আর ওই কূলে তুমি‘, ‘যদি কাগজে লেখো নাম‘, ‘তীর ভাঙা ঢেউ আর নীড় ভাঙা পাখি‘, ‘সে আমার ছোট বোনইত্যাদি। শুধু বাংলাতেই নয়, হিন্দিতেও তার অসংখ্য জনপ্রিয় গান রয়েছে।

২০১৩ সালে পৃথিবীর মায়া ত্যাগ করে কিংবদন্তি গায়ক পরলোকে পাড়ি দেন।

ইএ/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More