বিজ্ঞাপন
বৃহস্পতিবার, মে ১, ২০২৫
বৃহস্পতিবার, মে ১, ২০২৫

প্রাক-প্রাথমিকের ১৫০০ বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার

নেক্সট জেনারেশন প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম (এনপিইপি)’ নামে একটি নতুন কর্মসূচির আওতায় এক থেকে দেড় হাজার সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রাকপ্রাথমিক শ্রেণিতে স্মার্ট টিভি ও ল্যাপটপ সরবরাহের পরিকল্পনা গ্রহণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)

বুধবার (৩০ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ কামরুল হাসানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচির খসড়া উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হয়েছে। সেখানে শিক্ষার মানোন্নয়নে স্মার্ট টিভি ও ল্যাপটপ সরবরাহের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রাকপ্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা আরও আনন্দদায়ক ও কার্যকর হবে বলে মনে করছে অধিদপ্তর।

শর্তাবলি মানতে পারলে অগ্রধিকার ভিত্তিতে স্মার্ট টিভি ও ল্যাপটপ পাবে বিদ্যালয় গুলো।

শর্তগুলো হলো—

প্রাকপ্রাথমিক শিক্ষার জন্য নির্ধারিত আলাদা ও সজ্জিত শ্রেণিকক্ষ থাকতে হবে, প্রাকপ্রাথমিক শ্রেণিতে তুলনামূলকভাবে বেশিসংখ্যক শিক্ষার্থী থাকতে হবে, শ্রেণিকক্ষে দরজাজানালা মজবুতসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং দপ্তরীকাম নৈশপ্রহরী থাকতে হবে, নির্ধারিত শ্রেণিশিক্ষক থাকতে হবে, যিনি আইটি প্রশিক্ষণপ্রাপ্ত ও ডিজিটাল কনটেন্ট পরিচালনায় দক্ষ এবং ৪+ বয়সি শিশুদের জন্য ২ বছর মেয়াদি প্রাকপ্রাথমিক শ্রেণি চালু থাকতে হবে।

বিভাগভিত্তিক বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। জানা গেছে, প্রতিটি বিভাগ থেকে নির্ধারিত সংখ্যক বিদ্যালয় নির্বাচন করা হবে। এর মধ্যে ঢাকা বিভাগ থেকে ২৫০টি, চট্টগ্রাম থেকে ২০০টি, খুলনা, রাজশাহী ও রংপুর থেকে ২০০টি করে, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ থেকে ১৫০টি করে বিদ্যালয় এই সুবিধা পাবে।

তবে রবিবার (৪ মে) মধ্যে তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, ২০২৩ শিক্ষাবর্ষে ৪ এর বেশি বয়সি শিশুদের জন্য চালু করা ২ বছর মেয়াদি প্রাকপ্রাথমিক শ্রেণি পরিচালনাকারী বিদ্যালয়গুলোর মধ্যে থেকে উপরের শর্ত অনুসারে বিদ্যালয় বাছাই করতে বিভাগীয় উপপরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচিত বিদ্যালয়ের তালিকা নির্ধারিত তথ্য ছকে পূরণ করে আগামী ৪ মে’র মধ্যে ইমেইল (dpepreprimary@gmail.com) এবং হার্ড কপি উভয়ভাবেই পাঠাতে বলা হয়েছে।

ইএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More