রাজধানী ঢাকার মূল সড়কে কোনো ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রশাসক মোহাম্মদ এজাজ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন কার্যালয়ে আয়োজিত ‘ব্যাটারিচালিত রিকশার (ই–রিকশা) মানসম্মত মডেল ও পরীক্ষামূলক নমুনা নির্মাণের বিষয়ে অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয়’ নির্ধারণ শীর্ষক সভায় প্রশাসক এসব কথা বলেন।
তিনি বলেন, শহরের পাড়া–মহল্লার অলিগলিতে শুধু স্ট্যান্ডার্ড মডেলের অনুমোদিত ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে।
মোহাম্মদ এজাজ আরও বলেন, ঢাকা সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিরসনের লক্ষ্যে ব্যাটারিচালিত রিকশার (ই–রিকশা) মানসম্মত মডেল ও নীতিমালা প্রস্তুতের জন্য অল্প সময়ের মধ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে।
সভায় অন্যদের মধ্যে ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাসুদ এবং ব্যাটারিচালিত রিকশা প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসএ