কুষ্টিয়ায় ডিপ্লোমাকে ডিগ্রি (স্নাতক) সমমান করার দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে সকাল ১১টায় বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) কুষ্টিয়া শাখার আহ্বানে বিক্ষোভ কর্মসূচী পালন করে নার্সিং ও মিডওয়াইফ শিক্ষার্থীরা।
বিক্ষোভ কর্মসূচী থেকে তারা বলেন বিএনএমসিতে শান্তিপূর্ণ বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচী পালনরত নার্সিং ও মিডওয়াইফ শিক্ষার্থীদের উপর বিএনএমসি এর রেজিস্টারের পরোক্ষ মদদে পুলিশের বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে রেজিস্টারের পদত্যাগ ও ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের এক দফা দাবিতে আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ।
এসময় বক্তারা বলেন এইচএসসি পাসের পর চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেও তারা ডিগ্রির সমান মর্যাদা পাচ্ছেন না। এতে শিক্ষাজীবন ও কর্মক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছেন।
তারা দ্রুত এই কোর্সকে ডিগ্রি পাস কোর্সের সমমানে উন্নীত করার দাবি জানান। একইসঙ্গে সরকারি ঘোষণা অনুযায়ী দ্রুত নীতিমালা বাস্তবায়নের আহ্বান জানান শিক্ষার্থীরা।
আল