ইরান, নেপাল, পাকিস্তান, ভুটান, মালয়েশিয়া, দক্ষিন কোরিয়া ও স্বাগতিক বাংলাদেশসহ মোট ৭টি দেশের অংশগ্রহণে সাভার সেনানিবাসের গলফ মাঠে অনুষ্ঠিত হলো বাংলাদেশ এ্যামেচার ওপেন ২০২৫ আন্তর্জাতিক গলফ টুর্নামেন্ট।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে সাভার গলফ ক্লাবের অডিটরিয়ামে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনে প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার–উজ–জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন।টুর্ণামেন্টে ২০জন বিদেশী গলফার সহ মোট ১০২ জন খেলোয়াড় অংশগ্রহন করেন।পুরুষ দলগত ইভেন্টে মালয়শিয়ার হারেজ হেজরি এবং ফারিজ আজিহান এর সমন্বয়ে গঠিত পুরুষ দল শিরোপা অর্জন করেছে। ১৩ স্ট্রোক বেশী খেলে ৩০১ এস স্কোর নিয়ে টীমের ফাইনাল রাউন্ডে ব্যাক কাউন্টে এগিয়ে থেকে এই শিরোপা নিশ্চিত করেন।পুরুষ বি দলে বাংলাদেশের মেহেদী হাসান এবং মুন্না মিয়া এর সমন্বয়ে গঠিত টিম রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন।
মহিলা দলগত ইভেন্টে পাকিস্তান এর পারখা ইজাজ এবং আনিয়া ফারুক সাইদ এর মহিলা দল শিরোপা অর্জন করেছে। নাসিমা আক্তার এবং সোনিয়া আক্তার এর মহিলা ‘বি‘ দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন।মহিলা এককে আনিয়া ফারুক সাইদ ১৫৩ স্কোর নিয়ে ১ম স্থান অধিকার করেছেন। মহিলা গলফার পারখা ইজাজ ১৫৮ স্কোর নিয়ে ২য় স্থান অধিকার করেছেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন– বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অফ জেনারেল স্টাফ লে: জেনারেল মিজানুর রহমান শামীম, বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লে: জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, বাংলাদেশ গলফ ফেডারেশনের সেক্রেটারী জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো. তৌহিদ হোসেন, বাংলাদেশ এ্যামেচার ওপেন ২০২৫ এর টুর্ণামেন্ট ডাইরেক্টর অবসরপ্রাপ্ত লে. কর্ণেল ফরিদুল নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খানসহ প্রমূখ।
আল