পিএসজি নেইমারকে তার পুরোনো ক্লাব বার্সেলোনার কাছে অফার করেছে, এমন গুঞ্জন উঠেছে বিভিন্ন স্প্যানিশ সংবাদমাধ্যমে। পায়ের অ্যাঙ্কেলের ইনজুরিতে চলতি মৌসুম শেষ হয়ে যাওয়ার পর এখন আলোচনায় পিএসজি অধ্যায় সমাপ্তের।
২০১৭ সালে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো চুক্তিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৭৩০ কোটি টাকা। সেখানে যোগদানের পর থেকে প্রতি মৌসুমেই ইনজুরিকে ছায়াসঙ্গী করে খেলে আসছেন নেইমার। এবারও তার ব্যতিক্রম হয়নি।
গত বছর পিএসজির সঙ্গে নতুন চুক্তি সই করেছিলেন এই তারকা ফরোয়ার্ড। বেতন–ভাতা বাবদ প্যারিসিয়ানরা তাকে বার্ষিক ৫ কোটি ইউরো দেয়। ২০২৫ সাল পর্যন্ত ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে থাকার চুক্তি থাকলেও শোনা যাচ্ছে খরচ কমাতে মৌসুম শেষে ওই মূল্যের অর্ধেকের কম টাকাতেই ছেড়ে দিতে রাজি ক্লাবটি।
পিএসজির হয়ে ১৭৩টি ম্যাচ খেলেছেন ব্রাজিলের তারকা ফুটবলার। গোল করেছেন ১১৮টি। এ মৌসুমে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচে ১৫ গোল করেছেন। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৩ গোল।
মৌসুমের শুরুতে যে পারফরম্যান্স দেখিয়েছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, কাতার বিশ্বকাপের পর তা ছিল অনেকটাই ম্লান। তাই ইনজুরি থেকে ফেরার পর পিএসজিতে খেলা নিয়ে রয়েছে সংশয়।
এফএম/দীপ্ত সংবাদ