১৩
সকাল থেকে বৃষ্টি নেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সকাল ৯টার পর মিলেছে সূর্যের দেখাও। তবে আগের রাতের বর্ষণে পিছিয়ে গেল খেলা শুরুর সময়।
বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় ফের মাঠ পরিদর্শন করবেন দুই অনফিল্ড আম্পায়ার।
বাংলাদেশ এদিন খেলতে নামবে ১১২ রানের লিড থেকে। ক্রিজে আছেন দুই ব্যাটার শান্ত এবং জাকের। এদের মাঝে শান্ত গতকাল শেষ বিকেলেই তুলে নিয়েছেন অর্ধশতক। ৬০ বলে ২১ রান করে তাকে ভালোই সঙ্গ দিচ্ছেন জাকের আলী অনিক। এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৯৪ রান।
আল