রাজশাহী মহানগরীর সাতটি কেন্দ্রে সুষ্ঠুভাবে ২০২২–২০২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত চলে এ পরীক্ষা। পরীক্ষা নিয়ে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রাজশাহীতে পরীক্ষার কেন্দ্র মোট সাতটি। কেন্দ্রগুলো হলো– রাজশাহী কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, টিটি কলেজ, নিউ গভ. ডিগ্রী কলেজ, মডেল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি মহিলা কলেজ ও সরকারি সিটি কলেজ।
এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি মেডিকেলে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া চলমান ছিল। এবার সারাদেশে প্রায় এক লাখ ৩৯ হাজার আবেদন জমা পড়েছে। সরকারি–বেসরকারি মিলিয়ে ১০ হাজার ৫১৮টি আসনের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলী জানান, সাত কেন্দ্রে সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১১ হাজার জন। কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটেনি।
এমি/দীপ্ত