বান্দরবানের থানছির রেমাক্রি ইউনিয়নের ঝিরিমুখ এলাকায় সাংগ্রাই উৎসবে জলকেলি অনুষ্ঠানের আয়োজন করেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।
গত বুধবার (১৬ এপ্রিল) এবং বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ও ধর্মীয় উৎসব সাংগ্রাই উপলক্ষে সাঙ্গু নদীর ঘাটে জলকেলি উৎসবের আয়োজন করা হয়।
এদিকে জলকেলি উৎসবের কয়েকটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর থেকেই জেলা জুড়ে শুরু হয়েছে তোলপাড়।
এ অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি মারমা সম্প্রদায়ের পাশাপাশি জনপ্রতিনিধি রেমাক্রী চেয়ারম্যান ও থানছি উপজেলার আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মুই শৈ থুই, বিএনপি নেতা ও বর্তমান জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো ও সাবেক তিন্দু চেয়ারম্যান মংপ্রু অংকে উপস্থিত থেকে বক্তৃতা রাখতে দেখা যায়।
ছবিতে দেখা যায়, উৎসবে আরাকান আর্মির ইউনিফর্ম ধারী ও অস্ত্রধারী সদস্যরা প্রকাশ্যে অংশ নেয় এবং মঞ্চে অবস্থান করে। অনুষ্ঠানের আশে পাশে ছিল রাখাইনের ইউএলএ ও আরাকান আর্মি এএ‘র পতাকা।
ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরও নিষ্ক্রিয় ভূমিকায় দেখা গেছে। তবে, জাতীয় নিরাপত্তা ও শান্তি বজায় রাখার জন্যই সেখানে বিজিবি সদস্যরা অবস্থান করেন বলে জানা যায়।
এ বিষয়ে বান্দরবান পুলিশ সুপার শহিদুল্লা কাউছার বলেন, দেশের অভ্যন্তে অনুপ্রবেশ করে আরাকান আর্মির সদস্যদের উপস্থিতি ও উৎসব পালনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং ভিডিওটি আমাদের নজরে এসেছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি, আমাদের গোয়েন্দারা কাজ করছে। তবে এলাকাটি খুবই দুর্গম হওয়ায় তদন্তের কাজে একটু সময় লাগছে।
ক্যমুই অং মারমা/এজে/ দীপ্ত সংবাদ