৫ বছর পর চতুর্থবারের মতো ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ মার্চ) সার্কিট হাউজ ময়দানে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে ভাষণ দেবেন তিনি।
রোববার (৫ মার্চ) ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে ময়মনসিংহে এখন উৎসবের আমেজ। সরকারপ্রধানকে স্বাগত জানাতে ব্যানার–ফেস্টুন, বিলবোর্ড আর তোরণে ছেয়ে গেছে নগরীর প্রতিটি সড়ক। ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে স্মরণকালের সবচেয়ে বড় জনসভা হবে বলে আশা করছেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা। প্রধানমন্ত্রীর সফর ঘিরে ৩ হাজার পুলিশের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সভাপতি ইকরামুল হক টিটু বলেন, ‘আমরা আশা করছি ১১ মার্চের সমাবেশে ১০ থেকে ১৫ লাখ মানুষের সমাগম হবে।’
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, জনসমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রীর এই সফর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের সাংগঠনিক ভিত আরও মজবুত হবে বলে মনে করেন কেন্দ্রীয় নেতারা।
আফ/দীপ্ত সংবাদ