দিন দশেক আগে যা নিশ্চিত করেছিলো ইংলিশ প্রিমিয়ার লিগ, সেই ঠিকানায় পৌঁছে গেলো এবার স্প্যানিশ লা লিগাও। আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে ইংল্যান্ডের মতো স্পেনেরও অন্তত পাঁচ দল, সরাসরি অংশ নিবে। তাদের সঙ্গে এখন ইউরোপিয়ান পার্মানেন্ট স্পট বা ইপিএস পেয়ে গেছে প্রিমিয়ার লিগও।
ইউরোপা লিগে কোয়ার্টার–ফাইনালে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইতালিয়ান ক্লাব লাৎসিওর বিদায় আর স্প্যানিশ ক্লাব আথলেতিক বিলবাওয়ের জয়ে নিশ্চিত হয়ে গেছে আগামী চ্যাম্পিয়ন্স লিগে স্পেনের পাঁচ দলের খেলা। অর্থ্যাৎ, ইংলিশ প্রিমিয়ার লিগের মতো আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলবে লা লিগার, অন্তত পাঁচটি দল।
উয়েফা কোএফিসিয়েন্ট হলো পরিসংখ্যানভিত্তিক একটি পদ্ধতি, যে গাণিতিক পদ্ধতি ব্যবহার করা হয় ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে উয়েফার দলগুলোর র্যাঙ্কিং ও সিডিংয়ের জন্য। চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগে দলগুলোর পারফরম্যান্স, দুটি লিগকে ইউরোপিয়ান পার্মানেন্ট স্পট বা ইপিএস দেওয়া হয়। এই টুর্নামেন্টগুলোয় কোনো ক্লাবের প্রতিটি জয়ের জন্য তার দেশের লিগ পায় দুই পয়েন্ট, ড্রয়ের জন্য এক পয়েন্ট।
এছাড়াও আছে বোনাস পয়েন্টের ব্যবস্থা। চ্যাম্পিয়ন্স লিগে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলের লিগ পায় ১২ বোনাস পয়েন্ট, ইউরোপা লিগের ছয় ও কনফারেন্স লিগের চার। এছাড়াও শেষ ষোলো থেকে পরবর্তী ধাপে পৌঁছানোর জন্যও আছে বাড়তি বোনাস পয়েন্ট।
লা লিগায় এখনকার পয়েন্ট তালিকার যা অবস্থা, তাতে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আটলেটিকো মাদ্রিদ, আথলেতিক বিলবাও ও ভিয়ারিয়ালের শীর্ষ পাঁচে থাকা অনেকটাই নিশ্চিত। কেবল পঞ্চম স্থানের লড়াইয়ে রিয়াল বেটিস আছে কিছুটা।
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের শিরোপা জয় একরকম নিশ্চিত। বাজে পারফরম্যান্স না করলে রানার্স আপ হচ্ছে আর্সেনালই। তবে পরের তিন জায়গার লড়াই এখন জমজমাট। ৫৯ পয়েন্ট নিয়ে তিনে আছে নিউক্যাসল ইউনাইটেড, ৫৭ পয়েন্ট নিয়ে চারে নটিংহ্যাম ফরেস্ট। দুই পয়েন্ট পেছনে থেকে পাঁচে ম্যানচেস্টার সিটি, ছয় ও সাতে থাকা চেলসি ও অ্যাস্টন ভিলার পয়েন্ট সমান ৫৪।
অ্যাস্টন ভিলা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার পর আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা আছে ছয়টি দলের। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ পাঁচের সঙ্গে যোগ হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা টটেনহাম হস্পার, যদি এই দুই ক্লাবের কোনোটি জিততে পারে ইউরোপা লিগের শিরোপা।
নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের চ্যাম্পিয়ন দল, পরের আসরের চ্যাম্পিয়ন্স লিগে খেলবে, নিজ দেশের লিগে পয়েন্ট তালিকায় অবস্থান তাদের যেমনই থাকুন না কেন। গত মৌসুমে ইতালি ও জার্মানির লিগ থেকে পাঁচটি করে ক্লাব চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছিলো ইপিএস পেয়ে।
হাসিব/আল