পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে ৩ দিনের সফরে ঢাকা পৌঁছেছেন পাকিস্তান পররাষ্ট্র সচিব আমনা বালুচ।
বুধবার (১৬ এপ্রিল) আনুমানিক দুপুর সাড়ে ১২টার পরে থাই এয়ারওয়েজের বিমানে পাকিস্তান থেকে ব্যাংকক হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন তিনি।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান।
প্রায় দেড় দশক পর আগামী বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান পররাষ্ট্রসচিবদের বৈঠক। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় বৈঠকে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বাংলাদেশের এবং পররাষ্ট্র সচিব আমনা বালুচ পাকিস্তানের নেতৃত্ব দেবেন।
এসএ