আগস্টে বাংলাদেশে সিরিজ খেলতে আসছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি ম্যাচ হবে। ১৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত হবে এই ছয় ম্যাচ।
নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বাংলাদেশ–ভারত সিরিজের সূচি প্রকাশ করেছে।
১৭ আগস্ট মিরপুর শেরে–বাংলায় সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। মিরপুরেই ২০ আগস্ট হবে দ্বিতীয় ওয়ানডে।
সিরিজের শেষ ওয়ানডে খেলতে দুই দলকেই ভেন্যু বদলাতে হবে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ আগস্ট হবে বাংলাদেশ–ভারত সিরিজের তৃতীয় ওয়ানডে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ–ভারত। চট্টগ্রামে ২৬ আগস্ট শুরু হচ্ছে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। সিরিজের শেষ দুই টি–টোয়েন্টি হবে মিরপুরে। ২৯ ও ৩১ আগস্ট হবে দ্বিতীয় ও তৃতীয় টি–টোয়েন্টি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফিতে মুখোমুখি হয়েছিলো ভারত–বাংলাদেশ। ম্যাচটিতে ৬ উইকেটে পরাজয়ের স্বাদ পায় টাইগাররা।
বাংলাদেশ–ভারত সিরিজের সূচি
সিরিজ খেলতে বাংলাদেশ আসবে ওয়ানডে সিরিজ
ম্যাচ তারিখ ভেন্যু
প্রথম ওয়ানডে ১৭ আগস্ট, মিরপুর
দ্বিতীয় ওয়ানডে ২০ আগস্ট, মিরপুর
তৃতীয় ওয়ানডে ২৩ আগস্ট, চট্টগ্রাম
টি–টোয়েন্টি সিরিজ
ম্যাচ তারিখ ভেন্যু
প্রথম টি–টোয়েন্টি ২৬ আগস্ট, চট্টগ্রাম
দ্বিতীয় ওয়ানডে ২৯ আগস্ট, মিরপুর
তৃতীয় ওয়ানডে ৩১ আগস্ট, মিরপুর