অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পরিচালক কাজল আরেফিন অমি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্ট্যাটাসে নির্মাতা অমি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের গুলশান আরা আহমেদ আপা আজ সকাল ৬টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন।‘
তিনি আরও লেখেন, ‘ব্যাচেলর পয়েন্টে কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে তার অনবদ্য অভিনয় দর্শকের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা আপনাকে ভীষণ মিস করবো আপা। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।‘
পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হন গুলশান আরা। এরপর তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি ঘটলে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
গুলশান আরা আহমেদের অভিনয়জীবনের শুরু টেলিভিশনে। ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে তার নাট্যজগতে পথচলা শুরু। তবে বড় পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছেই তাকে চলচ্চিত্রে নিয়ে আসে। প্রয়াত নির্মাতা এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে।
ছোট পর্দা ও বড় পর্দায় অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা অর্জনকারী এই গুণী অভিনেত্রীর মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।