বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্রে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১৪ এপ্রিল) বিকালে সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় বিশ্বসাহিত্য কেন্দ্রের বিভিন্ন কর্মসূচির (আলোর ইশকুল, কলেজ কর্মসূচি ও পাঠচক্রের) সদস্যবৃন্দের অংশগ্রহণে কবিতা, গান, নাটক, বাঁশি ও দলীয় সঙ্গীত।
দিনব্যাপী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদসহ দেশের বিভিন্ন অঙ্গণের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঠচক্রের সদস্য রুকসানা মিলি ও সাকিব চৌধুরী।
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র ভবন বর্ণিল সাজে সাজানোসহ অংশগ্রহণকারীদের জন্য বাঙ্গালীর ঐতিহ্যবাহী খাবার মোয়া, মুড়কি, কদমা, বাতাসা ও মুড়লি পরিবেশন করা হয়।
এসএ