নববর্ষকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
সোমবার (১৩ এপ্রিল) নববর্ষ উপলক্ষে চারুকলা প্রাঙ্গণে দেখা যায় শেষ সময়ের কর্ম ব্যাস্ততা।
নববর্ষের আনন্দ শোভাযাত্রা উপলক্ষে চারুকলা অনুষদে রাজারবাগ পুলিশ লাইনস থেকে আনা হয়েছে ১৮টি ঘোড়া। এই ঘোড়াগুলো আগামীকাল পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রায় যুক্ত হবে।
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, আমরা বাঘ,মাছ, পালকি, তরমুজের ফালি,মোটিফের কাজ শেষ করেছি। গতকাল ৩৬ শে জুলাই ও শান্তির পাখি কবুতর পুড়িয়ে দেওয়া হলেও আমরা তা রিকভার করার চেষ্টা করছি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন বলেন, আমরা আমাদের চেষ্টা করছি। আগামীকালের অংশগ্রহণ হবে কালারফুল। বিভিন্ন জনগোষ্ঠী ও সমাজের সবস্তরের মানুষ সেখানে অংশগ্রহণ করবে।
ইএ