পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে ফ্র্যাঞ্চাইজি দল মুলতান সুলতানস। ইসরায়েলের আগ্রাসনে বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার শিশুদের জন্য ছক্কা–উইকেটের ভিত্তিতে অনুদান দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য বরাদ্দ করা হয়েছে ১ লাখ পাকিস্তানি রুপি (প্রায় ৪৩ হাজার টাকা)।
দলের মালিক আলী খান তারিন এক ভিডিও বার্তায় জানান, ‘এই পিএসএল মৌসুমে আমরা ফিলিস্তিনের জন্য কাজ করা কিছু দাতব্য সংস্থাকে সহায়তা করব।’
তিনি বলেন, ‘আমাদের দলের কোনো ব্যাটার ছক্কা মারলেই আমরা ১ লাখ রুপি ফিলিস্তিনি দাতব্য সংস্থাকে দান করব। আমাদের বোলাররাও এই উদ্যোগে অংশ নিতে চেয়েছে। তাই ঠিক করেছি, প্রতি উইকেটেও থাকবে ১ লাখ রুপির অনুদান, বিশেষ করে শিশুদের জন্য যারা কাজ করছে এমন সংস্থাকে।’ জনপ্রিয়তায় তুঙ্গে থাকা পিএসএল এবার কেবল রোমাঞ্চই নয়, দেখাচ্ছে সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্তও। খেলা যেমনই হোক, এবার পিএসএল মাঠের বাইরেও ছুঁয়ে যাচ্ছে হৃদয়।
এদিকে মাঠেও চলছে জমজমাট লড়াই। শনিবার কোয়েটা গ্ল্যাডিয়েটর্স পেশোয়ার জালমিকে ৮০ রানে হারিয়ে শক্ত অবস্থান নিয়েছে। কোয়েটার পক্ষে সাউদ শাকিল করেন ৫৯ রান, আর বল হাতে আব্রার আহমেদ তুলে নেন ৪২ রানে ৪ উইকেট।
অন্য ম্যাচে হাইস্কোরিং উত্তেজনায় করাচি কিংস ২৩৪ রানের বিশাল টার্গেট তাড়া করে ৪ উইকেটে জয় তুলে নেয়। করাচির জেমস ভিন্স মাত্র ৪৩ বলে খেলেন ১০১ রানের দুর্দান্ত ইনিংস।
আল