বাংলা নববর্ষকে স্বাগত জানাতে বরাবরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজন করছে দীপ্ত টেলিভিশন।
সোমবার (১৪ এপ্রিল), ১ বৈশাখ ১৪৩২ দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘দীপ্ত বৈশাখী উৎসব’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানমালা ও বৈশাখী মেলা। অনুষ্ঠানটি সকাল ৯টা থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
এ বছর ‘দীপ্ত বৈশাখী উৎসব’–এ দর্শকদের জন্য থাকছে নানা রঙের সাংস্কৃতিক পরিবেশনা, লোকজ ছোঁয়া আর সুরেলা আনন্দের বহিঃপ্রকাশ। পুরো আয়োজনটি প্রযোজনা করছেন গৌরব সরকার এবং কাজী ফাহিমুল হক। উপস্থাপনায় থাকছেন জনপ্রিয় উপস্থাপিকা ইন্দ্রাণী নিশি। সরাসরি সম্প্রচারের ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের দর্শকরাও যুক্ত থাকতে পারবেন এই আনন্দ উৎসবে।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ডদল বায়োস্কোপ এবং ডোরা। বৈশাখের উচ্ছ্বাস ও লোকজ ধারার মিশেলে সাজানো হয়েছে গানগুলোর পরিবেশনা, যা দর্শকদের দেবে ভিন্নধর্মী অভিজ্ঞতা।
উৎসবের পাশাপাশি দীপ্ত টেলিভিশন কার্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলা, যেখানে থাকবে ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্প ও দেশীয় পণ্যের স্টল।
ইএ/দীপ্ত নিউজ