ফিলিস্তিনে মুসলমানদের ওপর হামলা ও নরকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে সাধারন মুসল্লীরা। তারই ধারাবাহিকতায় বিশ্বব্যাপী মজলুম গাঁজাবাসীদের আহুত হরতালের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন পঞ্চগড় যুব সমাজ নামে একটি সংগঠন।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে পঞ্চগড় শহরের বানিয়া পট্রি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে সড়ক অবরোধ করে রাস্তায় যোহরের নামাজ আদায় করেন বিক্ষোভকারীরা। নামাজ শেষে করতোয়া ব্রীজের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। পরে খন্ড খন্ড মিছিল নিয়ে সন্মিলিত খতমে নবুওয়াত পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ ইসলামীদলগুলো শেরে বাংলা পার্কে এসে জড়ো হয়ে রাস্তা অবরোধ করে রাখেন।
এসময় রাস্তার দুপাশে তীব্র জানজটের সৃস্টি হয়। ঘন্টা খানিক পরে অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
বিপ্লব/আল