যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার মুক্তির দাবিতে বরগুনায় জেলা যুবদলের বিক্ষোভ মিছিলে বাঁধা দেয় পুলিশ। বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা ১১ টায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, বরগুনা জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জাবিদুল ইসলাম জুয়েল, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক, অ্যাড. আহসান হাবিব স্বপনসহ ছাত্রদল দল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ।
তাদের অভিযোগ, বুধবার রাতে পল্টনে যাবার পথে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাকে গ্রেপ্তার করেন পুলিশ। তাকে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে। বিএনপি নেতা কর্মীদের কে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে পুলিশ।
উল্লেখ্য, বুধবার (৮ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলীয় কর্মসূচি শেষে বাসায় ফেরার পথে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না ও সংগঠনের সাবেক সহসভাপতি এসএম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ দুজনকে গ্রেফতারের প্রতিবাদে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে যুবদল ও ছাত্রদল। সেইসঙ্গে সারাদেশে জেলা পর্যায়ে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এমি/দীপ্ত