সব সমস্যার সমাধান আদালতে হয় না। দুই শিশুর অভিভাবকই সন্তানদের ঘিরে ছাড় দিতে নারাজ, উল্টো আমরা বিপদে আছি। তাই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিশুরা বাইরে যেতে পারবেন না এমনটি জানিয়েছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (০৯ মার্চ) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতের অনুমতি ছাড়া জাপান থেকে আসা দুই শিশুকে দেশের বাইরে না নেয়ার বিষয়ে, আপিল বিভাগের আদেশ পুনর্বিবেচনা চেয়ে এবং শিশুদের বাবার বিরুদ্ধে আদালত অবমানার অভিযোগে শিশুদের মা এরিকো পৃথক আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাপানি দুই শিশু এ মুহূর্তে যেভাবে আছে, সেভাবেই থাকবে বলে এ আদেশ দেন আপিল বিভাগ।
এর আগে ২ ফেব্রুয়ারি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাপানি দুই শিশুর মধ্যে ছোট শিশু নাকানো লায়লা লিনা বাবার কাছে একদিন ও মায়ের কাছে একদিন করে থাকবে। আর বড় মেয়ে থাকবে মায়ের হেফাজতেই। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এদিকে দুই সন্তানকে নিয়ে জাপানে যাওয়ার অনুমতি চেয়ে আবারও উচ্চ আদালতে আপিল করেন মা এরিকো।
এমি/দীপ্ত