বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি–সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো–অপারেশন (বিমসটেক) সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে স্বাগত জানান থাইল্যান্ডের মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই। এর আগে সকাল ৯টায় সফরসঙ্গীদের নিয়ে তিনি ঢাকা ত্যাগ করেন।
বৃহস্পতিবার বিকাল ৩টায় ব্যাংককের বিমসটেক ইয়ুথ জেনারেশন ফোরামের কনফারেন্সে বক্তব্য দেবেন ড. ইউনূস। এরপর বিকাল সাড়ে ৩টায় তিনি একই ফোরামের আরেকটি অনুষ্ঠানে অংশ নেবেন।
শুক্রবার (৪ এপ্রিল) তিনি মূল বিমসটেক সম্মেলনে যোগ দেবেন, যেখানে সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে তার একাধিক বৈঠকের সূচি রয়েছে।
এদিকে, নানা জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিমসটেক সম্মেলনের ফাঁকে শুক্রবার (৪ এপ্রিল) বিকাল ৩টা ৪৫ মিনিটে দুই নেতা একান্ত বৈঠকে মিলিত হবেন। আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা ও বিমসটেক কাঠামোর ভবিষ্যৎ পরিকল্পনা গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
সম্মেলনের তৃতীয় দিন আনুষ্ঠানিকভাবে পরবর্তী দুই বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবে বাংলাদেশ।