বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার কাশিত সর্বশেষ বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালের মার্চ মাসে ২৯৮টি ভুল তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে রাজনৈতিক ইস্যুতে ভুল তথ্যের আধিক্য ছিল সবচেয়ে বেশি, যা মোট ভুল তথ্যের ৩৫ শতাংশ (১০৫টি)।
রিউমার স্ক্যানারের তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে অন্তর্বর্তী সরকারকে জড়িয়ে ১৫টি এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ২২টি ভুল তথ্য ছড়িয়েছে।
এছাড়া, রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সবচেয়ে বেশি ভুল তথ্য প্রচারের প্রমাণ পাওয়া গেছে। দলটির নাম উল্লেখ করে ৭টি ভুল তথ্য ছড়ানো হয়েছে, যার ৮৬ শতাংশ নেতিবাচক মনোভাব তৈরির উদ্দেশ্যে করা হয়েছে। দলটির আমির ডা. শফিকুর রহমানকে নিয়ে দুইটি এবং ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে ঘিরে ছয়টি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে।
রিউমার স্ক্যানারের ওয়েবসাইটে প্রকাশিত ফ্যাক্টচেক বিশ্লেষণে দেখা গেছে, মার্চ মাসে ছড়ানো ভুল তথ্যগুলোর মধ্যে– রাজনৈতিক বিষয়ে ১০৫টি, জাতীয় বিষয়ে ১০৩টি, আন্তর্জাতিক বিষয়ে ১২টি, ধর্মীয় বিষয়ে ৩৬টি, খেলাধুলায় ১৬টি, প্রতারণা সংক্রান্ত ১২টি, বিনোদন ও সাহিত্য সংক্রান্ত ৩টি এবং শিক্ষাবিষয়ক ৩টি ভুল তথ্য ছড়ানো হয়েছে।
মার্চ মাসে প্রচারিত ভুল তথ্যের মধ্যে ভিডিওকেন্দ্রিক বিভ্রান্তি ছিল সবচেয়ে বেশি, মোট ১৪৩টি। এছাড়া তথ্যভিত্তিক ভুল ছিল ১১০টি, এবং ছবির মাধ্যমে প্রচারিত ভুল তথ্য ছিল ৪৫টি।
ভুল তথ্যের প্রকৃতি বিশ্লেষণ করে দেখা গেছে, ১৬৮টি তথ্য ছিল পুরোপুরি মিথ্যা, ৯৭টি বিভ্রান্তিকর, ৩১টি বিকৃত তথ্য।
রিউমার স্ক্যানারের প্রতিবেদন অনুসারে, গত মাসে ফেসবুক ছিল ভুল তথ্য ছড়ানোর প্রধান মাধ্যম। সামাজিক এই যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়িয়েছে ২৭৩টি। এছাড়া এক্সে (সাবেক টুইটার) ৬২টি, ইউটিউবে ৪৪টি, ইনস্টাগ্রামে ২৬টি, টিকটকে ৭টি এবং থ্রেডসে ৫টি ভুল তথ্য ছড়ানো হয়েছে।
শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বাংলাদেশের গণমাধ্যমগুলোর কিছু সংবাদেও ভুল তথ্য পাওয়া গেছে। রিউমার স্ক্যানারের তথ্যমতে, ১৬টি ঘটনায় দেশের একাধিক গণমাধ্যম ভুল তথ্য প্রকাশ করেছে।