চট্টগ্রাম, লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে বাসের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন নিহত আর আহত হয়েছেন কমপক্ষে আরও ৬ জন।
সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন– আরাফাত (২১), রিফাত (১৮), নিজাম (২৮), সিদ্দিক (১৪) ও জিসান (৩০)। তারা সবাই লোহাগাড়া এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজার উদ্দেশে যাচ্ছিল সৌদিয়া পরিবহনের একটি বাস। গাড়িটি জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। পরে লোহাগড়া ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধার কার্যক্রম চালায়।
লোহাগাড়া থানা সহকারী উপ পরিদর্শক মোহাম্মদ জোবায়ের জানান, নিহত পাঁচজনই কক্সবাজার থেকে ঈগল মিনিবাসে বাড়ি ফিরছিলেন। তারা পেশায় ব্যবসায়ী ছিলেন।
এসএ