৬
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার (২৮ মার্চ) সকালে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল–এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
অধ্যাপক ইউনূস আজ বেলা ১১:৪৫ মিনিটে দ্য প্রেসিডেন্সিয়াল বেইজিং–এ চীনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি “বিনিয়োগ সংলাপে” অংশ নেবেন।
চীনা বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের ব্যবসা–বান্ধব পরিবেশ সম্পর্কে ধারণা প্রদান এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ আকৃষ্ট করতে এই সংলাপের আয়োজন করা হয়েছে।
আল