ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো)। আগামী সোমবার (৩১ মার্চ) অনুষ্ঠিত হতে পারে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (২৬ মার্চ) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের বরাতে জানা যায়, সুপারকো মন্তব্য করেছে আগামী ২৯ মার্চ পবিত্র শাওয়াল মাসের চাঁদ উঠার সম্ভাবনা রয়েছে।
এরপর ৩০ মার্চ চাঁদ দেখা যাওয়ার এবং পরদিন ৩১ মার্চ (সোমবার) ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
জ্যোতিবিদরা গণনা এবং পর্যবেক্ষণগত তথ্যে বিশ্লেষণ করে শাওয়াল ১৪৪৬ হিজরি চাঁদ দেখার সম্ভাবনা সম্পর্কে পূর্বাভাস দিয়েছে।
সুপারকোর বিবৃতিতে বলা হয়েছে, সুনির্দিষ্ট জ্যোতির্বিদ্যার মডেল অনুসারে শাওয়াল মাসের নতুন চাঁদ (সংযোগ) আগামী ২৯ মার্চ বিকেল ৩: ৫৮ মিনিটে দেখা যাবে। চাঁদের দৃশ্যমানতা নির্ভর করে চাঁদের বয়স, সূর্য থেকে এর কৌণিক বিচ্ছেদ, সূর্যাস্তের সময় উচ্চতা এবং বায়ুমণ্ডলীয় অবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর।
সংস্থাটির মতে, আগামী ২৯ মার্চ সৌদি আরবে চাঁদ দেখার সম্ভাবনা প্রায় অসম্ভব এবং মধ্যপ্রাচ্যের এই দেশটিতে পাকিস্তানের মতোই আগামী ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিরত উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইএ/দীপ্ত সংবাদ