গাজীপুরের কাশিমপুরে এক পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রী ও সন্তানকে হত্যার পর গৃহকর্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রবিবার (২৩ মার্চ) সকালে গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন– মো. নাজমুল ইসলাম (২৯), তার স্ত্রী খাদিজা আক্তার (২২) ও তাদের চার বছরের মেয়ে নাদিয়া আক্তার।
পুলিশ জানায়, নিহত নাজমুল ইসলাম টাঙ্গাইলের সখিপুর উপজেলার শুলাপ্রতিমা গ্রামের মো. আবুর ছেলে। তার নির্দিষ্ট কোনো পেশা ছিল না এবং তিনি নেশাগ্রস্ত ছিলেন বলে জানা গেছে। গাজীপুর মহানগরীর গোবিন্দবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে স্ত্রী–সন্তান নিয়ে বসবাস করতেন তিনি। তবে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল।
সকালে পরিবারের সদস্যরা নাজমুল ও তার পরিবারের কাউকে দেখতে না পেয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরের পেছনের জানালা দিয়ে উঁকি দিলে নাজমুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে খাদিজা ও নাদিয়ার নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখেন তারা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ইএ/দীপ্ত নিউজ