বাংলাদেশের বেসরকারি সংস্থা (এনজিও) ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)-কে ৭৫ হাজার ৯৬৪ মার্কিন ডলার (প্রায় ৯১ লাখ টাকা) অনুদান প্রদান করেছে জাপান সরকার। গ্রাস–রুটস হিউম্যান সিকিউরিটি প্রকল্প (জিজিএইচএসপি)-এর আওতায় এই অনুদানটি দেয়া হয়, যা স্থানীয় মানুষের মানবিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে সহায়ক হবে।
ঢাকাস্থ জাপান দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদান চুক্তিতে সই করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। চুক্তির আওতায়, টিএমএসএস বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলায় পানি উৎপাদন সরঞ্জাম স্থাপন প্রকল্প পরিচালনা করবে। এতে স্থানীয় জনগণ ও শিক্ষার্থীদের জন্য নিরাপদ এবং পর্যাপ্ত পানীয় জল সরবরাহ নিশ্চিত হবে।
১৯৮৯ সাল থেকে জাপান সরকার গ্রাস–রুটস পর্যায়ে মানব নিরাপত্তা উন্নয়নে জিজিএইচএসপি প্রকল্পের মাধ্যমে ২২১টি এনজিও প্রকল্পে সহায়তা প্রদান করেছে। এই প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত মোট প্রায় ১৭.৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদান প্রদান করা হয়েছে।