২৩
দুই গোলে পিছিয়ে পড়ার পরও অ্যাতলেটিকোর মাঠে অবিশ্বাস্য জয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো বার্সেলোনা।
গতকাল রবিবার (১৬ মার্চ) রাতে লা লিগায় ৭১ মিনিট পর্যন্ত ২–০ গোলে পিছিয়ে ছিলো বার্সেলোনা। শেষে ৪–২ ব্যবধানে জয় পেয়ে মাঠ ছাড়ে ইয়ামালরা।
দুর্দান্ত এই জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে টেবিলের শীর্ষে উঠেছে ব্লু–গ্রানারা। যদিও সেটা গোল ব্যবধানের সুবাদে। আর অ্যাতলেটিকো মাদ্রিদ আছে তিনে। তাদের সঙ্গে বার্সা–রিয়ালের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে চারে।