বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদলতের রায় হাইকোর্টে থাকায় জাতি ন্যায়বিচার পেয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
রবিবার (১৬ মার্চ) হাইকোর্ট রায় ঘোষণার পর এক ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল এসব মন্তব্য করেন।
তিনি বলেন, ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন বহাল রেখেছে হাইকোর্ট। মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পলাতক রয়েছেন। হাইকোর্টে আদেশ বহাল থাকায় গোটা জাতি ন্যায়বিচার পেয়েছে।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আজকে রায়ের মধ্য দিয়ে সমাজে এই বার্তা গেল যে, আপনি যত শক্তিশালী হন না কেন, আপনার পেছনে যত শক্তি থাকুক না কেন সত্য একদিন প্রতিষ্ঠিত হবে। ন্যায় বিচার হবেই।
তিনি বলেন, আবরার ফাহাদের মৃত্যু এটাই প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে যে, ফ্যাসিজম যত শক্তিশালীই হোক, মানুষের মনুষত্ববোধ কখনো কখনো জেগে উঠে সব ফ্যাসিজমকে ভেঙে দুমড়েমুচড়ে দিতে পারে। তার মৃত্যুর মধ্যে দিয়ে বাংলাদেশের মেধাবী ছাত্ররা নতুন জীবন পেয়েছেন।
এর আগে, দুপুরে বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামির (২০ জন) মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্ট। একই সঙ্গে রায়ে ৫ আসামির যাবজ্জীবন দণ্ডও বহাল রাখা হয়।
এসএ