মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে; চারবার হার্ট অ্যাটাকের পর তার জীবন সংকটাপন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
বুধবার (১২ মার্চ) রাত পৌনে ১২টার দিকে ফেইসবুকে এক পোস্টে সেনাবাহিনী থেকে বলা হয়েছে, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন শিশুটি এদিন চারবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছে। পরে সিপিআর (কৃত্রিম শ্বাস দেওয়ার প্রক্রিয়া– কার্ডিও–পালমোনারি রিসাসিটেশন) দেওয়ার মাধ্যমে তার অবস্থা স্থিতিশীল করা হয়েছে।
“তার রক্তে লবণের ভারসাম্যহীনতার কারণে ডায়ালাইসিস করা হচ্ছে। অন্যান্য জটিলতার পাশাপাশি শিশুটির রক্তচাপ ৬০/৪০, যা আরো নিম্নমুখী।“
এমন অবস্থায় শিশুটির সুস্থতার জন্য সেনাবাহিনী দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।
শারীরিক অবস্থার সামান্য উন্নতি কথা দুদিন আগে শোনা গেলেও এর আগে বুধবার বিকালে আবার তার অবস্থার অবনতির খবর দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
পরে মধ্যরাতের দিকে সেনাবাহিনী শিশুটির সবশেষ অবস্থা তুলে ধরে লিখেছে, “প্রতিদিন স্ট্যান্ডার্ড আইসিইউ প্রটোকল অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা করা এবং তদানুযায়ী সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
“সম্মিলিত সামরিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দের সমন্বয়ে গঠিত উচ্চপর্যায়ের চিকিৎসা পর্ষদ সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শিশুটির জীবন রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।“
আল