জাতীয়তাবাদী রাজনীতি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করতে পারলেই বাংলাদেশ ও দেশের স্বাধীনতা রক্ষা পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
মঙ্গলবার (১১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান যাদু মিয়ার ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘আমরা যদি শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করতে পারি, তাহলে ফ্যাসিবাদ উৎখাত করা সম্ভব হবে। একই সঙ্গে বিদেশি শক্তির আগ্রাসন থেকেও দেশকে রক্ষা করা যাবে।‘
মশিউর রহমান যাদু মিয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘যাদু ভাইকে অবহেলা করা মানে গণতান্ত্রিক আন্দোলনকে অবহেলা করা। তিনি আজন্ম মানুষের অধিকার, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করেছেন। বিএনপি প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।‘
বিএনপির এই নেতা আরও বলেন, ‘যাদু ভাই যদি আজ বেঁচে থাকতেন, তাহলে দেশের রাজনীতির ইতিহাস ভিন্ন হতে পারত। তিনি শুধু একজন রাজনীতিকই ছিলেন না, বরং দক্ষ সংগঠক ও অসাধারণ বক্তা ছিলেন। তার মতো রাজনীতিবিদ শুধু বাংলাদেশে নয়, পুরো দক্ষিণ এশিয়ায় বিরল।‘
সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মশিউর রহমান যাদু মিয়ার মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি জিয়াউল হক মিনু, সাধারণ সম্পাদক ন্যান্সি রহমানসহ বিএনপির নেতারা বক্তব্য রাখেন।
মশিউর রহমান যাদু মিয়া ছিলেন একজন খ্যাতনামা রাজনীতিবিদ ও সংগঠক। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং বিএনপির প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। মৃত্যুর আগপর্যন্ত তিনি জাতীয়তাবাদী রাজনীতির অগ্রদূত হিসেবে কাজ করে গেছেন।