রাজধানীর বনানীতে ট্রাকচাপায় পোশাককর্মী নিহতের ঘটনায় টিটন ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১১ মার্চ) দিনগত রাতে এক বার্তায় এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
ওই বার্তায় ডিসি মুহাম্মদ তালেবুর রহমান উল্লেখ করেন, ‘বনানীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহতের ঘটনায় জড়িত ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
এদিকে ওই ট্রাকের রেজিস্ট্রেশন সাময়িক স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
ঢাকা মেট্রো–২ সার্কেলের (ইকুরিয়া) উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) সানাউল হক স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ঢাকা মেট্রো–ন–১৪–০৭৬২ নম্বর মোটরযানের মালিককে মোটরযানটির যাবতীয় কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আগামী তিন কার্যদিবসের মধ্যে ঢাকা মেট্রো–২ সার্কেলের কার্যালয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় মোটরযানের রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করাসহ মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।