মেক্সিকোর দুটি রাজ্যে পৃথক বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ২২ জন। স্থানীয় সময় সোমবার (১০ মার্চ) দেশটির ডুরাঙ্গো ও ওক্সাকা রাজ্যে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, দেশটির উত্তরাঞ্চলীয় ডুরাঙ্গো রাজ্যে যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে যাত্রী নিয়ে আসা একটি বাসের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১৪ জন নিহত হন। বাসটিতে মোট ২৪ জন যাত্রী ছিল বলে জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যে আরেকটি বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১১ জন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাগুলোর কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা একটি গুরুতর সমস্যা। দেশটিতে উচ্চগতি, যানবাহনের অকার্যকর অবস্থা, রাস্তার বেহাল দশা এবং চালকদের দীর্ঘ সময় ধরে গাড়ি চালানোর ফলে ক্লান্তি সড়ক দুর্ঘটনার বড় কারণ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে প্রতি বছর কয়েক হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। বিশেষ করে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী যানবাহনের সংঘর্ষের ঘটনা প্রায়ই ঘটে।