শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসে খেলে ঢাকা থেকে রাজশাহীতে ফেরার সময় পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে কারাবন্দি বাকি ছয় খেলোয়াড় ও কোচ জামিন পেয়েছেন। মঙ্গলবার (০৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট মো. লিটন হোসেন তাদের জামিন মঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবি মাঈনুর রহামান খেলোয়ারদের জামিনের বিষয়টি নিশ্চিত করেন।
জামিনপ্রাপ্তরা হলেন, আলী আজম, আকাশ আলী মোহন, রিমি খানম, পাপিয়া সারোয়ার ওরফে পূর্ণিমা, দিপালী ও সাবরিনা আক্তার এবং তাদের কোচ আহসান কবীর। এর আগে সোমবার ৫ খেলোয়াড় জামিন পান। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–২ আদালতের বিচারক মুহা. হাসানুজ্জামান তাদের জামিন মঞ্জুর করেন।
রোববার দুপুরে রাজশাহী রেলস্টেশনে ১১ খেলোয়াড় ও তাদের কোচকে গ্রেফতার করে রেল পুলিশ। এরপর পাঁচজনের জামিন হলেও বাকি ছয় খেলোয়াড় ও কোচকে রোববার রাতে আটটার দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের নেওয়া হলে ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. লিটন হোসেন তাদের কারাগারে পাঠান।
উল্লেখ্য, গত রোববার যুব গেমসে অংশ নিয়ে ঢাকা থেকে রাজশাহী ফেরার সময় জাতীয় জরুরি সেবায় (৯৯৯) কর্মরত পুলিশ কনস্টেবল গোলাম কিবরিয়ার সঙ্গে হাতাহাতি ও মারামারি হয় খেলোয়াড়দের। এ ঘটনায় পুলিশ কনস্টেবল গোলাম কিবরিয়ার স্ত্রী রাজিয়া সুলতানা ১৩ জনের নামে মামলাটি করেন।
যূথী/দীপ্ত সংবাদ