বিজ্ঞাপন
সোমবার, মার্চ ১০, ২০২৫
সোমবার, মার্চ ১০, ২০২৫

মায়ের চরিত্রে অনবদ্য শম্পা নিজাম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মা ছাড়া যেমন একটি পরিবার অসম্পূর্ণ। ঠিক তেমনই মা ছাড়া একটি নাটকের গল্পও পূর্ণতা পায়না। নাটকের প্রধান চরিত্রের পাশাপাশি মায়ের চরিত্রটিও সমান গুরুত্ব পেয়ে থাকে। আবার অনেক নাটক মাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শম্পা নিজাম মায়ের চরিত্রে যেন অনবদ্য হয়ে উঠেছেন। ছোট পর্দার পাশাপাশি কাজ করেছেন বড় পর্দায়ও। মায়ের চরিত্রে অভিনয় করা এই শিল্পী দেখতে দেখতে অভিনয় জগতে ২০ বছরে পা দিয়েছেন।

মায়ের চরিত্রে স্বতঃস্ফূর্তভাবে অভিনয় করে দর্শক ও নির্মাতাদের প্রশংসা কুড়িয়েছেন। ২০ বছরের ক্যারিয়ারে ১ হাজার নাটকে অভিনয় করেছেন। পর্দায় মা হিসেবে বেশ সফল একজন অভিনেত্রী তিনি।

অনেক সময় দেখা গেছে পর্দায় মায়ের ভূমিকায় অভিনয় করতে করতে সবার কাছে উঠেছেন মাতৃতুল্য একজন। মায়ের মতো পরম আদর স্নেহে আগলে রেখেছেন সবাইকে।

কাজ পাগোল এই অভিনেত্রীর আসছে রোজার ঈদেও বেশ কয়েকটি নাটক প্রচারিত হবে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে। গুনী এই অভিনেত্রী জানিয়েছেন যতদিন বেঁচে থাকবেন ততদিন দর্শকদের জন্য কাজ করে যেতে চান।

শম্পা নিজাম বলেন, বিনোদন জগতে ২০০৫ সালে

যাত্রা শুরু করেছিলাম আর এখন ২০২৫ সাল। দেখতে দেখতে ২০ বছর হয়ে গেল পথ চলাটা। ছোট পর্দার পাশাপাশি অন্তত দশটা বড় পর্দায় কাজ করেছি। এখন বেশিরভাগই কাজ করছি নাটকে।

তিনি বলেন, ছোট পর্দায় ধীরে ধীরে এ পর্যন্ত সবার সাথে কাজ হয়েছে আমার। নাটকের পাশাপাশি ওবিসি করি। এভাবেই ব্যাস্ত সময় কেটে যাচ্ছে রঙিন দুনিয়ায়।

শম্পা নিজাম বলেন, নাটক তো অগণিত করেছি। গোনা যাবে না। কারণ গুনে রাখার মত নাটক না। এখন এত কাজ করি বলে শেষ হবে না। মাসে দেখা যায় যে ২৫ দিনই কাজ করা হয়।

তিনি আরও বলেন, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক শুকরিয়া। এই তো সব সময় যেন কাজ করতে চাই। কাজকে প্রচুর ভালোবাসি। যত দিন বাঁচব কাজই করে যাবো।

সম্প্রতি শম্পা নিজাম কাজ করেছেন পাপ জন্মনামের একটি নাটকে। নাটকটিতে তিনি হালের সেনসেশন আরোশ খানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন। আসছে রোজার ঈদে প্রচারিত হবে নাটকটি।

এ প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি সকাল আহমেদের পাপ জন্মনাটকের কাজ শেষ করেছি। নাটকটিতে মেইন ক্যারেক্টার করেছে আরশ খান আর তাসনুভা তিশা। আমি আরশের মা এই গল্পে। খুব ভালো একটা কাজ করলাম। গল্পটা এত ভালো বলে বোঝানো যাবে না।

শম্পা নিজাম বলেন, ঈদ উপলক্ষে পাপ জন্মছাড়া আরও বেশ কয়েকটি নাটকের কা​_জ শেষ করেছি। আমার বিশ্বাস প্রতিটি নাটক দর্শকপ্রিয়তা পাবে।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More