মাগুরায় ৯ বছর বয়সী একটি শিশু ধর্ষণের ঘটনায় হওয়া মামলায় ঘটনাটি যে বাড়িতে ঘটেছে, ওই পরিবারের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ মার্চ) শহরের নিজনান্দুয়ালীর হিটু শেখ নামে এক রাজমিস্ত্রির বাড়িতে এই ঘটনা ঘটে। এরপর আজ (শনিবার) ভুক্তভোগীর মা বাদী হয়ে মাগুরা সদর থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪) এর ক/৩০ ধারায় ধর্ষণ ও ধর্ষণের মাধ্যমে আহত করার অভিযোগ আনা হয়েছে।
মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ হিটু শেখসহ তার স্ত্রী জায়েদা খাতুন এবং তাদের দুই ছেলে সজিব শেখ ও আজিজ শেখকে (রাতুল) গ্রেপ্তার করা হয়।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, ‘মাগুরা পুলিশ সুপার ও সেনাবাহিনী ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেছে।’
নিজনান্দুয়ালীর মাঠপাড়ায় ভগ্নিপতির বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য নেন। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তারপর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।
পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আজ (শনিবার) বিকাল ৫টার দিকে তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়েছে।
আল