চট্টগ্রামের পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলীকে ‘ভুয়া পুলিশ’ আখ্যা দিয়ে মারধরের ঘটনা ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২ মার্চ) তাদেরকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন পতেঙ্গা মডেল থানার ওসি শফিকুল ইসলাম।
শনিবার (১ মার্চ) রাতে অভিযান চালিয়ে নগরীর পাঁচলাইশসহ বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন– গণপতি (৫৭), হামিদুর রহমান (৩০), রোহান (২০), আরিফ প্রমাণিক (৩৫), রাব্বি (৩৫), শুভ (১৯), জীবন (২৬), রুমেল (৩০), রেজাউল করিম (৪৫) ও সিয়াম শেখ (১৮)।
এর আগে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় সাইমন (২৭) ও আলী ইমাদ প্রকাশ তাফসির ইমাদকে (২২)।
শফিকুল ইসলাম জানান, সিএমপির বন্দর বিভাগের উপ–পুলিশ কমিশনারের নির্দেশনায় অভিযান চালানো হয়। এতে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রুনা /ইএ